কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ

একুশ শতকের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রযুক্তির সুফল হিসেবে একেকটি রোবট জ্ঞানে, গুণে ও বুদ্ধিদীপ্ত আচরণে মানুষের সমকক্ষ হয়ে উঠছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের এক বৈশ্বিক আলোচনাসভায় জানিয়েছে, রোবটের অত্যধিক ব্যবহারের কারণে ২০২৫ সালের মধ্যে মাত্র চার বছরের ব্যবধানে বিশ্ব জুড়ে চাকরি হারাবে প্রায় সাড়ে ৭ কোটি কর্মজীবী মানুষ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর ভাষ্যমতে, আগামী ৫০ বছরের ব্যবধানে মানুষের অর্ধেক কাজ এবং ১২০ বছরের মধ্যে মানুষের সব কাজ সম্পন্ন হতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অত্যাধুনিক রোবটের মাধ্যমে।

Last updated

Was this helpful?