মেশিন লার্নিং কেনো শিখবো?

মেশিন লার্নিং এর মূল টার্গেট হলো প্রেডিক্টিভ মডেল বিল্ড করা। ডেটা মাইনিং, ডেটা অ্যানালাইসিস, ক্লাসিফিকেশন, প্রেডিকশনের জন্য মেশিন লার্নিং শেখা অত্যন্ত জরুরি। বিগ ডেটা, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মেশিন লার্নিং ওতপ্রোতভাবে জড়িত। মেশিন লার্নিং টেকনোলজি কম্পিউটার ভিশন,ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং,রোবোটিক্স ছাড়াও প্রচুর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।

মেশিন লার্নিয়ের প্রয়োগের মধ্যে অন্যতম হলো -

  • স্পিচ রিকগনিশন

  • ইমেজ রিকগনিশন

  • অনুমান

মেশিন লার্নিয়ে চারটি ভাগ রয়েছে -

  • সুপারভাইসড লার্নিং

  • আনসুপারভাইসড লার্নিং

  • সেমি-সুপারভাইসড লার্নিং

  • রিইনফোর্সমেন্ট লার্নিং

Last updated

Was this helpful?