কৃত্রিম বুদ্ধিমত্তা কি?

যুক্তি, সমস্যা সমাধান, মানুষের ভাষা বোঝার ক্ষমতা, উপলব্ধি, শিক্ষণ, পরিকল্পনা, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটানো বা কোনো বিষয়ে হস্তক্ষেপ করার মতো সামর্থ্যসম্পন্ন মেশিনই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মেশিন।

কৃত্রিম বুদ্ধিমত্তার জনক ব্রিটিশ বিজ্ঞানী ও গনিতবিদ আ্যলান টুরিং। তার পাশাপাশি জন ম্যাকার্থিও এআই এবং কম্পিউটার বিজ্ঞানে অনস্বীকার্য অবদান রেখেছেন। তিনি সর্বপ্রথম Artificial Intelligence নামক টার্মটি ব্যবহার করেন ১৯৫৫ সালে। এছাড়াও তার ক্লাউড কম্পিউটিংয়ে বেশ অবদান রয়েছে।

সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের এমন একটি ক্ষেত্র যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।

Artificial Intelligence

Last updated

Was this helpful?