ডিপ লার্নিং এর প্রয়োগ

ডিপ লার্নিং প্রযুক্তি নিয়ে কাজ করছে এমন অনেক কোম্পানীর মধ্যে ইউটিউব এবং মাইক্রোসফট অন্যতম। ইউটিউব থেকে প্রায় ১০ মিলিয়ন ছবি বাছাই করে প্রদর্শন করে,যেসব ছবিতে সুনির্দিষ্ট কোনো বস্তুর অবস্থান রয়েছে। তাছাড়া মাইক্রোসফট ডিপ লার্নিং ব্যবহার করে রিয়েল টাইমে ভাষান্তরের সফটওয়্যার তৈরি করেছে।

ডিপ লার্নিং এর অনেক গুরুত্বপূর্ণ এবং সাকসেসফুল অ্যাপ্লিকেশন আছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়েছে নতুন মাত্রা।

ডিপ লার্নিং এর কিছু উল্লেখযোগ্য প্রয়োগ হচ্ছে -

  1. নেচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং

  2. সেলফ ড্রাইভিং কার

  3. অবজেক্ট ডিটেকশন

  4. ভার্চূয়াল অ্যাসিসটেন্ট যেমন গুগোল অ্যাসিস্ট্যান্ট, সিরি

  5. কালারিং ব্ল্যাক এন্ড হোআইট ইমেজ ইত্যাদি ।

Last updated

Was this helpful?