ডিপ লার্নিং এর ইতিহাস?
পোস্টাল সার্ভিসে খামের উপর বিভিন্ন ধরনের হাতের লেখা চিহ্নিত করতে ডিপ লার্নিং ব্যবহার করা হয়। ১৯৯০ সালের দিক থেকে ডিপ লার্নিং এর এই প্রয়োগ চলে আসছে। এরপর ২০০৪ থেকে ২০০৫ সালের দিকে ডিপ লার্নিং এর ব্যবহার খুব উল্লেখযোগ্য ভাবে বেড়ে চলেছে।
মূলত তিনটি কারণে —
প্রথমত, ইদানিং কালের ডিপ লার্নিং মেথড গুলো যা মানুষের চেয়ে অনেক বেশি ভালো ভাবে অবজেক্ট রিকগনিশনের বা ক্লাসিফিকেশনের কাজ করতে পেরেছে।
দ্বিতীয়ত, GPU এর কল্যাণে অনেক বড় আকারের ডিপ নেটওয়ার্ক খুব কম সময়ের মধ্যেই লার্নিং শেষ করে নিতে পেরেছে।
এবং তৃতীয়ত, খুব ইফেক্টিভ লার্নিং এর জন্য যে পরিমাণ ডাটার প্রয়োজন পরে সেই লেভেলের ডাটা গত ৫/৬ বছরে ব্যবহার উপযোগীভাবে তৈরি হচ্ছে বিভিন্ন সার্ভিসের মাধ্যমে।
তাছাড়া, ২০০৬ সালে জিওফ্রে হিন্টন একটা পেপারে দেখিয়েছিলেন কিভাবে একটা ডিপ নিউরাল নেটওয়ার্ককে ঠিকমতো ট্রেইন করলে সেটার অ্যাক্যুরেসি আসে ৯৮% এর বেশি। ব্যাপারটা ছিলো হাতের লেখা ডিজিট মেশিন নির্ভুলভাবে পড়তে পারে কিনা। এই টেকনিকটাকে ব্র্যান্ডিং করা হয়েছিলো 'ডিপ লার্নিং' হিসেবে।
Last updated
Was this helpful?