কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে শিখবো?

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলবিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্র হচ্ছে এক্সপার্ট সিস্টেম ও রোবটিকস। এক্সপার্ট সিস্টেম ও রোবটিকসে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা যেমন—LISP, CLISP, C/C++, JAVA ইত্যাদি ব্যবহার করা হয়।

এছাড়াও -

  • প্রোগ্রামিং লাঙ্গুয়েজেস (Python, Java, C/C++, SQL, R, Scala, Perl)

  • মেশিন লার্নিং ফ্রেমেওয়ার্কস (TensorFlow, Theano, Caffe, PyTorch, Keras, MXNET)

  • ক্লাউড প্লাটফর্মস (AWS, Azure, GCP)

  • ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সিস্টেম (Airflow, Luigi, Pinball)

  • বিগ ডাটা টুলস (Spark, HBase, Kafka, HDFS, Hive, Hadoop, MapReduce, Pig)

  • ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুলস (spaCy, NLTK)

Last updated

Was this helpful?