ডিপ লার্নিং এর ক্যারিয়ার
যেহেতু মেশিন লার্নিং এর সাবফ্লিড ডিপলার্নিং। এআই, নিউরাল নেটওয়ার্কও ডিপলার্নিং এর সাথে কানেক্ট সেহেতু মেশিন লার্নিং, এআই, নিউরাল নেটওয়ার্ক রিলেটেড ক্যারিয়ারগুলো গ্রহন করার সুযোগ রয়েছে আমাদের।
এছাড়াও-
ডেটা সায়েন্টিস্ট
মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার
এআই ইঞ্জিনিয়ার
ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার ইত্যাদি ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে।
Last updated
Was this helpful?